রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জ জেলা ভেকু মালিক সমিতি উদ্বোধন ও পরিচিতি সভা

প্রতিবেদক
tulpar
ডিসেম্বর ১, ২০২৪ ৯:০৭ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি..
কিশোরগঞ্জ জেলা ভেকু মালিক সমিতি উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ (নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ নেহাল গ্ৰিন পার্কে কিশোরগঞ্জ জেলা ভেকু মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল ছাত্তার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,ও সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহাল গ্ৰিন পার্কে চেয়ারম্যান উসমান গনি, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, মারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহা আলম, ভেকু মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল রাশিদ।

কিশোরগঞ্জ জেলা ভেকু মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল ছাত্তার বক্তব্যে বলেন, এই জেলায় বিভিন্ন শ্রণী-পেশার মানুষের বিভিন্ন নামে সংগঠন ও মালিক সমিতি রয়েছে। নতুন বাংলাদেশে প্রথমবারের মতো ভেকু মালিকদের একটি সমিতির পথচলা শুরু হয়েছে। আগামীদিনে ভেকু মালিকদের উন্নয়ন ও সেবা গ্রহীতাদের জন্য কাজ করবে এই সমিতি। মানুষের আস্থা ও যথাযথ সেবাদানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভেকু মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন ভেকু ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই সংগঠন করা হয়েছে। সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার উপদেশে দেন এই বক্তা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজ উদ্দিন, কার্যকারী সভাপতি এরশাদ উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফরহাদ, সিনিয়র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কাশেম, সহ সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আলম, মোঃ শিপন, মোঃ আরিফুজ্জামান

কোষাধক্ষ্য রফিকুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক রাব্বানী, কার্যনির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ আশরাফ উদ্দিন,, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মোঃ মুক্তার উদ্দিন, মোহাম্মদ নাজমুল আলম সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি