কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রায় ৭ বছর পর ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।
নতুন কমিটির সভাপতি হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।