কিশোরগঞ্জ প্রতিনিধি.
গত ১৯ ডিসেম্বর তারিখ কিশোরগঞ্জ প্রেসক্লাব ভিআইপি কনফারেন্স রুমে কিশোরগঞ্জের সনামধন্য ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন খেলোয়াড়দের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কিশোরগঞ্জের ক্রীড়া সংস্থাকে কিভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আরো গতিশীল করা যায় এ ব্যাপারে আলোকপাত করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতি তার সমাপনী বক্তব্যে সভাস্থানের সম্মানিত উপস্থিতি বৃন্দের নি¤েœাক্ত দাবীর প্রেক্ষিতে সত্য সুন্দর সভ্য সমাজ বিনির্মাণে খেলার পরিবেশ ও খেলোয়াড় তৈরি করার উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে “কিশোরগঞ্জ ফ্রেন্ডস ফর স্পোর্টস এ্যাসোসিয়েশান” এর নাম প্রস্তাব করেন এবং সকলের সম্মতিতে তা সাদরে গৃহিত হয়। সভাপতি মহোদয়ের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে অদ্য ৩০ ডিসেম্বর তারিখ পরিচালনা পর্ষদ গঠিত হয়। পরিচালনা পর্ষদ নিম্নরূপ :
পরিচালনা পর্ষদ:
০১। সায়েদুল বাশার খান (সায়েম)
০২। মুহাম্মাদ আল মাসুম
০৩। এ্যাড. ফয়জুল করিম মুবীন
০৪। শাহাদাত হোসেন জেরী
০৫। আরিফুর রহমান বাবু
০৬। নূর হোসেন মুরাদ
০৭। এইচ.এম তানভীর রবিন
০৮। মোশারফ হোসেন রানা
০৯। তৌহিদ এলাহী
১০। মোঃ রফিকুল ইসলাম সুমন
১১। আরিয়েন আলম ইপেল
১২। বদরুল হাসান শাওন
১৩। সৈয়দ এনামুল হক উমর
১৪। মওদুদ আহমাদ (মুখপাত্র)
১৫। শেখ মনির হোসেন সুমন
(মুওদুদ আহমাদ)
মুখপাত্র