তোলপাড় বিনোদন ডেস্ক.
ক্লোজ আপ তারকা। বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী সালমার কন্ঠে এই প্রজন্মের শিল্পী সুরকার গীতিকার স্বাধীন বাবুর কথা সুরও ভিডিও নির্মাণে আসছে “মনের নাগর” গানটির মিউজিক কম্পোজিশন করেছেন এই প্রজন্মের জনপ্রিয় মিউজিক কম্পোজার এম এ রহমান।
গানটিকে ঘিরে সংগীত শিল্পী সালমা তার ভেরিভাইড ফেসবুক আই ডি তে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।তিনি বলে গানটি তার অনেক অনেক ভাললাগা একটি গান।স্টেজ পারফরম্যান্স জন্য এমন গানই প্রয়োজন।গানটি শুটিং হয়েছে সংগীত শিল্পী সালমার বাড়িতে।
গানটিকে স্বাধীন বাবু ঘিরে স্বাধীন বাবু বলেন।
মনের নাগর গানটি আইটেম সং এর মত একটি গান হয়েছে।বাংলাদেশের সুর সাগরে নৌকা বাইছি,লিরিক টিউন মিউজিক কম্পোজিশন ভিডিও নির্মাণ সবদিকেই কড়া নজর ছিলো।মনদিয়ে কাজ করেছি।
বাকিটা শ্রোতারাই বলবে।
গানটি বাংলাদেশের প্রথম শ্রেণির মিউজিক কম্পানি থেকে অবমুক্ত করা হবে।