বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে এবার ঝুমুর এর বিরুদ্ধে শিল্পীদের মশাল মিছিল

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জে প্রতিনিধি ★
”শিল্পীদের মুখ বন্ধ করা যায় না” এই স্লোগানকে সামনে রেখে এবার কিশোরগঞ্জ জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর এর দূর্নীতির বিরুদ্ধে ও তাকে অপসারনের দাবীতে শিল্পীদের মশাল মিছিল করেছে স্থানীয় শিল্পীরা।
হাতে মশাল, মুখে বাধা কালো কাপড়। তার উপর ক্রস চিহ্ন কারোর মুখে কোন কথা নেই, নেই কোন স্লোগান। সামনে একজন ড্রাম বাজিয়ে এগিয়ে যাচ্ছে। সাদা একটি কাপড়ে মোটা দাগে লেখা “শিল্পীদের মুখ বন্ধ করা যায় না” ”যতই করো ছলাকলা, ছাড়তে হবে শিল্পকলা” তারপর সেই মশাল মিছিলটির শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বৃহস্পতিবার রাত ১০টায় হঠাৎ এমনি এক দৃশ্য দেখা গেছে কিশোরগঞ্জে শতাধিক শিল্পীদের একটি দল শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ করে মৌন এই মশাল মিছিল।

জানতে চাইলে আন্দোলনকারী শিল্পীরা জানায়, কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীর দূর্নীতিবাজ কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারনের দাবীতে তাদের এই মৌন মিছিল।

মিছিলের পরিচিত দৃশ্য স্লোগান নেই কেন এমন প্রশ্নের জবাবে আন্দোলনের সম্নয়ক ইফতাকার হোসেন সাকিব বলেন, শিল্পকলা সংস্কারে আমাদের ৪দফা দাবির আন্দোলনের আজ ১৩তম দিন চলছে। এখনো আমরা কোন সমাধান পাইনি। অপরদিকে বিভিন্ন মহল থেকে আমাদের চাপ দেওয়া হচ্ছে যেনো আন্দোলন থেকে সরে যাই। হুমকি দেওয়া হচ্ছে। সেই সাথে কালচারাল অফিসার নানা কৌশলে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু শিল্পীদের মুখ বন্ধ করা যায় না। প্রতিবাদের হাজারটা পথ খোলা আছে। সেটাই আমরা দেখিয়েছি।

কবি আমিনুল ইসলাম সেলিম বলেন, আমাদের মুখে কালো কাপড় বাধা ছিল কিন্তু তার মধ্যেও ক্রস চিহ্ন। মানে আমাদের মুখে বা চোখে ধোলা দেওয়া যাবে না। আমরা অন্যায়কারীর বিরুদ্ধে নেমেছি আমাদের কোন অপশক্তিই থামাতে পারবে না। দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে আশা করব দ্রুত এর সমাধান দিবেন কতৃপক্ষ।

দেশের জনপ্রিয় মাইম অভিনেতা রিফাত ইসলাম বলেন, শিল্পিদের যোক্তিক আন্দোলনকে রুখতে শিল্পিদের মুখ বন্ধ করার পায়তারা চলছে। অভিনেতার মুখ বন্ধ করে দিলে সে মূখাভিনয়ে তার গল্প সে ঠিকই বুঝিয়ে দিবে। আমরাও আশা করি জনতাকে মাইম মশাল মিছিলে বোঝাতে পেরেছি যে আমাদের কথা বলার অধিকারেও থাবা বসানো হয়েছে। কিন্তু আমরা থামার পাত্র না। তানিয়া ইসলাম ঝুমুর কিশোরগঞ্জে যোগদানের পর থেকেই শিল্পীদের শিল্পকলাবিমুখসহ নানা দূর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অপসারণসহ ৪দফা দাবিতে গত ৮সেপ্টেম্বর থেকে শিল্পিরা শিল্পকলা সংস্কারে আন্দোলনের ডাক দেয়। এর পর থেকে নানা কৌশলে শিল্পীদের মধ্যে বিভাজন তৈরি, সংঘাত ঘটানোর চেষ্টা, ভূয়া স্মারকলিপি প্রেরণ, হুমকি-ধামকিসহ বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগের একাধিক অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি দুর্নীতিবাজদের দল: হানিফ

কিশোরগঞ্জে কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জে যুবকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ডাম্প ট্রাক ও অটোরিকশা মুখোমোখি সংঘর্ষে দাদা-নাতিসহ নিহত-৪

সমমনা জোট নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

বাজিতপুরে এমপির বিরুদ্ধে সন্ত্রাসী হামলা মদদের অভিযোগ আ’লীগের

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম চিরনিদ্রায় শায়িত

তাড়াইলে আনসার সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি

মেয়াদোত্তীর্ণ ক‌মি‌টি বাতিলের দা‌বিতে কিশোরগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির দাওয়াত রক্ষায় আজ মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী