সোমবার , ২১ জুলাই ২০২৫ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে বাড়ছে ভুয়া ফেসবুক আইডির দৌরাত্ন্য! বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা!

প্রতিবেদক
tulpar
জুলাই ২১, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় দিন দিন বাড়ছে ভুয়া ফেসবুক আইডির দৌরাতœ্য। বিশেষ করে জেলার কটিয়াদী, তাড়াইল, হোসেনপুর ও জেলা সদর উপজেলায় ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও পাল্লা দিয়ে বাড়ছে এসব ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা, যা সোশ্যাল মিডিয়ার মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে’র পরিবেশকে ক্রমশ প্রশ্নবিদ্ধ করে তুলছে। এর ফলে সমাজে একদিকে যেমন ব্যক্তিগত হয়রানি বাড়ছে, তেমনি অন্যদিকে সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা ব্যপকভাবে দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রযুক্তি সহজলভ্য হওয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসারের ফলে যে কেউ চাইলেই সহজে ভুয়া ফেসবুক আইডি খুলতে পারছে। অধিকাংশ ক্ষেত্রেই এই আইডিগুলো ব্যবহার করা হচ্ছে অপপ্রচার, গুজব ছড়ানো, ব্যক্তিগত আক্রমণ এবং সাইবার বুলিংয়ের মতো নেতিবাচক কর্মকান্ড। বর্তমানে সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই ভুয়া আইডি তৈরি করে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। যা সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। ব্যক্তিগত হয়রানি ও সম্মানহানি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অনেকেই অন্যের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বা আপত্তিকর মন্তব্য করছে, যা ব্যক্তিজীবনে ব্যাপক ক্ষতি ডেকে আনছে। গুজব ও অপপ্রচার এসব আইডি থেকে ছড়ানো গুজব দ্রæত ছড়িয়ে পড়ছে এবং সমাজে অস্থিরতা তৈরি করছে। অনেক সময় এর ফলে আইন-শৃঙ্খলার অবনতিও ঘটতে দেখা যাচ্ছে। সাইবার বুলিং স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, যা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। সামাজিক বিভেদ ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।
তাড়াইল উপজেলা সাংবাদিক কল্যান সমিতি লিমিটেড এর সভাপতি সাংবাদিক দেলুয়ার হোসেন খান অভিযোগ করে বলেন, গত ১৫ জুলাই সমিতির আয়োজনে সমিতির নব সদস্য পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ নিয়ে সমিতির সদস্যগণ তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে অনুষ্ঠানের ছবি ও ভিডিও পোস্ট করেন। কিন্তু গফ. অৎধভধঃ ংধহর লড়ুবষ ও মো. ওয়ালী উল্লাহ রাব্বানী নামক আইডি খোলে আমাদের অনুষ্ঠানের নামে বিভিন্ন কুরুচিপূর্ণ এবং আপত্তিকর পোস্ট করে। পরে এ নিয়ে গত ১৭ জুলাই কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেই। কিন্ত এর এখনো কোন প্রতিকার পায়নি। এমনি হয়রানিতে পড়ছে জেলার শতাধিক মানুষ।
এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউন এলাকার বাসিন্দা এ্যাডভোকেট মজিবুল হক চুন্নু অভিযোগ করে জানান, ”কিশোরগঞ্জ সদর হোসেনপুর বিএনপি” নামে এক ভুয়া আইডি খোলে হয়তো আমার ব্যক্তিগত আক্রোশ মেটাতে বা আমার নামে ও ছবি দিয়ে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ কথাবার্তা লিখে নিয়মিত অপপ্রচার ওই আইডিতে পোস্ট করে যাচ্ছে। পরে এই আইডির বিরুদ্ধে থানায় বাধ্য হয়ে আমি একটি সাধারণ ডায়েরী করেছি। কিন্তু এখনো তার কোন প্রতিকার পাচ্ছিনা। এভাবে চলতে থাকলে সমাজে বিশৃঙ্খলা বাড়বে। এই ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলায় দ্রæত পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে তিনি মনে করেন। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয়তা সাইবার ক্রাইম দমনে পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। ভুয়া ফেসবুক আইডি শনাক্তকরণ ও এর পেছনের ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ব্যপারে কি পদক্ষেপ নিবেন জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহিত সরকার বলেন, গণসচেতনতা বৃদ্ধি সাধারণীয় মানুষকে ভুয়া ফেসবুক আইডি সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি করতে হবে এবং তাদের সাইবার সুরক্ষায় প্রয়োজন জ্ঞান সম্পর্কে সঠিক দিতে হবে। তবে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে ভুয়া ফেসবুক আইডিগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৯ বস্তা টাকা

মানুষ বিদ্যুৎ পাবে, কিন্তু ব্যবহারে সাশ্রয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৭৭

আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

আওয়ামী লীগ কখনো পালায় না: শেখ হাসিনা

স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে রেলওয়ের কর্মকর্তাকে মারধরের অভিযোগ

গর্ভবতী নারী ও অসুস্থরা ঘরে থেকে অফিস করবেন

কিশোরগঞ্জ সদর উপজেলায় পানি ব্যবহারকারী গ্রুপের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সুযোগ নষ্টের খেসারত দিলো রিয়াল

করিমগঞ্জে পরিমাপে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা