মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

অষ্টগ্রামে বাঁশের খুঁটিতে তার টানিয়ে ৫৩ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরল

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক;.
কিশোরগঞ্জ অষ্টগ্রাম হাওরে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনের ৬টি খুঁটি পড়ে যাওয়ার ৫৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

কিশোরগঞ্জ পবিস সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অষ্টগ্রাম উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে উপজেলার ৮ ইউনিয়নের প্রায় ৩০ হাজার গ্রাহক।
×

ফলে, ব্যবসা প্রতিষ্ঠান কল-কারখানা, হাসপাতাল ও অটোরিকশা চার্জসহ বিদ্যুৎ চালিত কাজ করতে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

×
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সকালে অষ্টগ্রাম হাওরের ভাতশালা সেতুর পূর্ব দিকে ৬টি বৈদ্যুতিক পাঁকা খুঁটি স্রোতের টানে পানিতে পড়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ বিছিন্ন হয়ে পড়ে অষ্টগ্রাম উপজেলার ৮ ইউনিয়ন।

ওই দিন দুপুরে মিঠামইন জোনাল অফিসের কারিগরি ইউনিট ও টাওয়ার নির্মাণশ্রমিকদের নিয়ে হাওরে বাঁশ দিয়ে খুঁটি/টাওয়ার নির্মাণকাজ শুরু করে। হাওরে বিরূপ পরিবেশে দুই দিনে ৬টি বাঁশের খুঁটি বা টাওয়ার নির্মাণ করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাওরে নৌকার মাধ্যমে বাঁশের তৈরি বৈদ্যুতিক খুঁটিতে তার টাননো শেষ হয়। পরে, বিকেল তিনটা দিকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করে মিঠামইন পবিস। মিঠামইন জোনাল অফিসের অধীনে অষ্টগ্রাম উপজেলায় প্রায় ৩০ হাজার পল্লী বিদ্যুৎ গ্রাহক রয়েছে।

মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ ফাখরুল ইসলাম বলেন, গত সোমবার হাওরের ৬টি পিলার পড়ে গিয়ে অষ্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। সেখানে বাঁশ দিয়ে বিকল্প পিলার তৈরি করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ