রবিবার , ৭ এপ্রিল ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

দুই বোন সাবিলা-নাবিলার ‘মুখোমুখি অন্ধকার’

প্রতিবেদক
tulpar
এপ্রিল ৭, ২০২৪ ৮:৫৬ পূর্বাহ্ণ

আনন্দ প্রতিদিন ডেস্ক.
টিভি নাটকের জনপ্রিয় মুখ সাবিলা নূর। এখন ওটিটিতেও কাজ করছেন। প্রতি ঈদেই টিভিতে একাধিক নাটক নিয়ে হাজির হন তিনি। আসন্ন ঈদুল ফিতরেও এর ব্যতিক্রম হচ্ছে না। এবারে ঈদ উপলক্ষে অর্ধ ডজনেরও বেশি নাটকে দেখা যাবে তাঁকে। সাবিলা জানালেন, প্রতিটি নাটকই তাঁর কাছে বিশেষ।

এই বিশেষ কাজগুলোর ভিড়ে একটি কাজ হয়ে উঠেছে অতি বিশেষ। কারণ, সেই নাটকের গল্প ভাবনা সাবিলার নিজেরই। তাতে আবার অভিনয় করেছেন সাবিলা নূরের বড় বোন নাবিলা নূর। নাটকটির নাম ‘মুখোমুখি অন্ধকার’।

বাস্তবের মতো গল্পেও তাদের বড় বোন-ছোট বোন চরিত্রেই দেখা যাবে। এর আগে ‘পারাপার’ ও ‘হৃদিতা’ নামে দুটি নাটকের গল্প লিখেছেন সাবিলা। ‘মুখোমুখি অন্ধকার’ তাঁর তৃতীয় গল্প। এটির চিত্রনাট্য লিখেছেন আহমেদ তাওকীর। আর পরিচালনা করেছেন অনন্য ইমন। নাটকটিতে বড় বোন সহশিল্পী হওয়া প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘আমি যখন গল্পটি লিখি, তখন নাবিলার কথা মাথায় ছিল না। পরিচালক গল্পটি পড়ার পর নাবিলাকে নেওয়ার আগ্রহ দেখান। আর নাবিলাও তখন দেশে ছিল।’

প্রথমে কাজটি করতে রাজি ছিলেন না নাবিলা। সাবিলা বলেন, ‘পরিচালকের অনুরোধে তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে সে লজ্জা পাচ্ছিল। যা হোক, আমি যেহেতু সহশিল্পী, তাই কমফোর্ট জোনের জায়গা থেকে শেষ পর্যন্ত কাজটি করতে রাজি হয় নাবিলা।

ছোটবেলায় স্কুলে পড়ার সময় ‘বেলি’সহ তিন-চারটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন তিনি। বড় হয়ে আর টেলিভিশনে কাজ করা হয়নি। তবে দেশের বাইরে মঞ্চ নাটকের সঙ্গে জড়িত নাবিলা। ভালো গানও করেন।

দুই বোনের একসঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সাবিলা আরও বলেন, ‘ব্যাপারটা আমাদের দু’জনের জন্য একটু ইউনিক ছিল। ভালো লেগেছে। ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। দু’জনের জন্য বেশ মজারও ছিল।’

দুই বোনকে নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক অনন্য ইমন বলেন, ‘গল্প পড়ার পর মনে হলো, এখানে বড় বোনের চরিত্রে সাবিলার বড় বোনও করতে পারেন। আমার জানামতে, নাবিলা ভালো গান করেন, মঞ্চ নাটকের সঙ্গেও জড়িত। আর দেখলাম, আপন দুই বোন চরিত্র দুটি করলে কেমিস্ট্রিটাও উপযুক্তভাবে পাওয়া যাবে। তখন সাবিলার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি।’

জানা গেছে, দীপ্ত টিভির ঈদ আয়োজনে ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে নাটকটি।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত