শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

৯৯৯ এ কল দিয়েও রক্ষা হলো না সাংবাদিকের জমির ধান

প্রতিবেদক
tulpar
ডিসেম্বর ১৫, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জে ৯৯৯ এ কল দিয়েও রক্ষা পেলো না সাংবাদিকের আমন জমির পাকা ধান। পুলিশ গেলেও সন্ত্রাসীরা ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি সাংবাদিক। শুক্রবার সকালে সাড়ে ১১টার দিকে উপজেলার গুনধর ইউনিয়নের কদিমাইজ হাটি গ্রামে জমিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বেশ কিছুদিন পূর্বে করিমগঞ্জের কনিকপুর এলাকার জুয়া ও মাদক ব্যাবসায়ীদের তথ্য নিতে গিয়ে এর জেরে দৈনিক দেশ রূপান্তর জেলা প্রতিনিধির শহীদুল ইসলাম পলাশ এর নিজ জমির পাকা আমন ধান কেটে নেয়ার হুমকি দেয় ওই গ্রামের একদল সন্ত্রাসী। পরে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে জোর পূর্বক ওই সাংবাদিকের জমির পাকা আমন ধান কেটে নিচ্ছিলো সন্ত্রাসীরা। খবর পেয়ে বিষয়টি এ সময় করিমগঞ্জ থানাকে তিনি অবহিত করলেও পুলিশ তেমন কোন গুরুত্ব দেয়নি। পরে জেলা পুলিশ সুপারকে ফোনে না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ৯৯৯ এ ফোন দেন। পরে করিমগঞ্জ থানা ডিউটি অফিস থেকে এস আই মো.আসাদুজ্জামানকে এ সময় দ্বায়ীত্বদেন। পুলিশ আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রথমে ধান আটক করলেও গুনধর ইউনিয়নের ভিট পুলিশ অফিসার এস আই মাজহারুল ইসলাম এর ফোনের তার কথা হলে রহস্যজনক কারনে এক পর্যায়ে সন্ত্রাসীরা ধান ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় সাংবাদিক শহিদুল ইসলাম পলাশ করিমগঞ্জ সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক এর ধারস্থ হলে তিনি বিষয়টি নিয়ে তাৎক্ষনিক ওসিকে ফোনে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিষয়টি আমি দুই/এক দিনের মধ্যে খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।

সর্বশেষ - Uncategorized