মহানগর ডেস্ক
আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেয়া এক পোস্টে এসব তথ্য জানায়।
পোস্টে বলা হয়েছে, চলতি মাসের ২৮ অথবা ২৯ অক্টোবর থেকে বৃষ্টিবলয় ‘আঁখি’ শুরু হতে পারে। এতে পর্যায়ক্রমে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এর ফলে সারা দেশে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অনেক এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিও হতে পারে।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে এরইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটি আগামী ২৭ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেয়া নাম। ঘূর্ণিঝড় মন্থা ‘সিভিয়ার সাইক্লোন’ হওয়ার আশঙ্কা রয়েছে।

 
                    







 
                                     
                                     
                                    








