বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে কিছু শিক্ষার্থী ও শিক্ষকের আন্দোলনের মুখে স্ট্রোক করলেন প্রধান শিক্ষক

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি ★
কিশোরগঞ্জ জেলা শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও কিছু শিক্ষকের আন্দোলনের মুখে পরে স্ট্রোক করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অর্থ আত্মসাৎ, ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি এসবসহ বিভিন্ন রকমের অসংখ্য অভিযোগ তুলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গত রবিবার থেকে বিদ্যালয়ের কিছু শিক্ষক ও কিছু শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল।

বুধবার বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও এলাকার একটি চক্র ও বিদ্যালয়ের কিছু শিক্ষকের উচকানিতে সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে জড়ো হয়ে আন্দোলন করতে থাকে বলে অভিযোগ করেন প্রধান শিক্ষকের পরিবারের লোকজন। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এসময় শিক্ষার্থীরা ফেসবুকে লাইভ করতে থাকে তা দেখে প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে তাকে পরিবারের লোকজন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলেন, দুপুর আড়াইটার দিকে জ্ঞান হারানো অবস্থায় একজন শিক্ষককে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উনি স্ট্রোক করেছিলেন। বর্তমানে তাকে আশংকাজনক অবস্থায় ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ জানান, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত সবকিছু জানাত পারবো।

সর্বশেষ - জাতীয়