মোস্তফা শাওন, স্টাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের মিতালী মার্কেটে বীর মুক্তিযোদ্ধা মরহুম মুসলেউদ্দিন (রঙ্গু) সাহেবের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মিতালী মার্কেট সংলগ্ন মরহুম আব্দুল হামিদ ঈদগার মাঠে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মো. আব্দুল করিম মকবুল ও মাজহারুল ইসলাম আরমানের পরিচালনায় সভাপতিত্ব করেন অবসর সেনা সার্জন মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল গুনি, ইসমাইল হোসেন বাবুল সাবেক চেয়ারম্যান, মো. সালাউদ্দিন আহাম্মেদ সাবেক চেয়ারম্যান, মোঃ ইব্রাহিম খলিল বাবুল, মোঃ দিলোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন ফিরোজ, মোঃ ওবায়দুল্লাহ উবায়েদ, মো. সবুজ মিয়া পিডিবি, মোঃ হেলাল উদ্দিন, মোঃ হাদিউল আলম হলুদ, ঞ্জিনিয়ার শাহিন, আব্দুল আউয়াল, প্রমুখ সহ বক্তব্য রাখেন স্থানীয় আরো অনেকেই।
বক্তব্যে প্রফেসর আব্দুল গুনি বলেন, মুসলে উদ্দিন রঙ্গুর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু সার্টিফিকেট সংগ্রহ করেননি, তাছাড়াও বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত ছিলেন যেমন হাডুডু চার-গড়িয়া ইত্যাদি।
ওবায়দুল্লাহ ওবায়েদ বলেন, মুসলেউদ্দিন রঙ্গু এমনি ব্যক্তিত্ব ছিলেন। তিনি সমাজের সব স্তরের মানুষের সাথে মিলে মিশে চলাফেরা করতেন। যার জন্য িএলাকাবাসির অর্থায়নে তাকে ভালোবেসে তার স্মরণ সভা আয়োজন করেন।
ইব্রাহিম খলিল বাবুল বলেন, তিনি সমাজের অত্যন্ত ভালো লোক ছিলেন। তাই এলাকাবাসী স্মরণ সভা ও দোয়া মাহফিলে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা তার জন্য দোয়া চেয়েছেন আল্লাহতায়ালা যেন তাকে বেহেশতে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন।
Leave a Reply