ঢাকা প্রতিনিধি :
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় মহানগর বিএনপি নেতা তেনজিংসহ ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন। রিজভী বলেন, সরকারের কুকীর্তি নিয়ে দেশ-বিদেশে নানা জল্পনা-কল্পনা আড়াল করতে না পেরে শেখ হাসিনা তার রীতি অনুযায়ী বেপরোয়া ডাণ্ডা-তন্ত্র চালু করেছেন।
আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ছাত্রলীগ-যুবলীগকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর সেই বিখ্যাত উক্তি একটি লাশের বদলে দশটি লাশ ফেলতে হবে। শেখ হাসিনা একটি ‘মাফিয়া জেনারেশন’ তৈরি করতে চান বলেই বিরোধীদলের সভা-সমাবেশ, ভিন্ন মত ও চিন্তা সহ্য করতে পারেন না।
আওয়ামী লীগের হৃদয় কখনোই মুক্ত ও উদার ছিল না। তাই র্যাব-পুলিশ ও গোয়েন্দা মেশিনারি দিয়ে গুম-খুন-মিথ্যা মামলা, হামলা, গ্রেফতার ও নিপীড়নের পথ বেছে নিয়েছে।
গত ১২টি বছর ধরে দেশ থেকে সভা-সমাবেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে প্রেসক্লাবের ঘটনা ফ্যাসিবাদের অবয়বের চূড়ান্ত রূপ।
Leave a Reply