কিশোরগঞ্জ প্রতিনিধি:
শোরগঞ্জে করােনাভাইরাসের ৯৬ হাজার ৬০০ ডোজ টিকা পাঠানো হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) পুলিশি পাহারায় বেক্সিমকাে ওষুধ কােম্পানির ফ্রিজারভ্যান করে এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।
কিশােরগঞ্জের সিভিল সার্জন ডা. মাে. মুজিবুর রহমান বেক্সিমকাের প্রতিনিধিদলের কাছ থেকে টিকাগুলো গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিভিল সার্জন কার্যালয়ের কােল্ডরুমে টিকার ভায়ালগুলাে রাখা হয়।
সিভিল সার্জন জানান, প্রাথমিকভাবে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এ টিকা প্রয়ােগ করা হবে। এখান থেকে উপজেলাগুলােতেও পাঠানাে হবে টিকা। তবে কবে থেকে কিশােরগঞ্জ টিকা প্রয়ােগ শুরু হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানান তিনি।
Leave a Reply