নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজিব (২০) নামে এক যুবকের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৪ জানুয়ারি) এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত সজিব জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীবাড়ি শান্তিনগর বৌ-বাজার এলাকার আব্দুর রহিমের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সজিব ও ভুক্তভুগী স্কুলছাত্রীর পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া থাকেন। সেই সুবাদে সজিব ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
এতে সে সাড়া দেয়নি। সুযোগ বুঝে গত ১৮ জানুয়ারি দুপুরে কথা আছে বলে স্কুলছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সজিব।
পরে স্কুলছাত্রী তার পরিবারকে বিষয়টি অবগত করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম জানান, ভুক্তভুগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply