নিকলী প্রতিনিধি.
কিশোরগঞ্জের নিকলীতে চুরির মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক এসআইসহ তিনজন ছুরিকাহত হয়েছেন। তারা হলেন এসআই মঞ্জুরুল ইসলাম (৪০), বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে কাইয়ুম (২০) ও একই এলাকার আব্দুল হাসিমের ছেলে দেলোয়ার (১৮)।
আহত এসআই মঞ্জুরুল ইসলাম ও কাইয়ুমকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেলোয়ারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সিদ্দিকী এ বিষয়ে নিশ্চিত করে জানান, সোমবার রাত ৮টার দিকে এসআই মঞ্জুরুল ইসলামসহ পুলিশের একটি দল চুরির মামলার আসামি শাওনকে ধরতে দরগাহাটি গ্রামে যায়। শাওনকে ধরার পর শাওনসহ তার বাবা ও মা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্য়ায়ে শাওন এসআই মঞ্জুরুল ইসলামকে ছুরিকাঘাত করে। এ সময় রাস্তার কাজে নিয়োজিত থাকা কাইয়ুম ও দেলোয়ার এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে শাওন। আহত এসআই মঞ্জুরুল ইসলাম ও কাইয়ুমকে রাত ১২টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
পরে পুলিশ অভিযান চালিয়ে শাওন (২২), তার বাবা শাহাবুদ্দিন ও মা শামসুন্নাহারকে আটক করে।
Leave a Reply