ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে বাসে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় চালক আবুল হোসেনের মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন নরসিংদীর পলাশ উপজেলার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে। সোমবার ভোরে দুর্জয় মোড়ের বঙ্গবন্ধু স্বরণী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী ভৈরব-ঢাকা রুটে চলাচলকারী বাসটি রাতে বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকার বঙ্গবন্ধু স্বরণীতে অবস্থিত বিসমিল্লাহ হোটেলের সামনে পার্কিং করা ছিল। বাসের ভেতর চালক আবুল হোসেন ঘুমিয়ে ছিলেন। ভোররাত ৪টার দিকে হঠাৎ আগুনের তাপে চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিবুল হাসান অনলাইন দৈনিক তোলপাড়কে জানান, ভোর ৪টায় দাঁড় করিয়ে রাখা বিসমিল্লাহ পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসের ভেতর থেকে বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রোববার রাতে বাসে কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন চালক। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply