কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের করিমগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে ১০ লাখ টাকা মূল্যমানের দুটি তক্ষকসহ মতিউর রহমান (৩৬) নামে এক পাচারকারী আটক হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের উজান ভরাটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া পাচারকারী মতিউর রহমান উজান ভরাটিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ জানুয়ারি) বেলা ১টার দিকে র্যাব উজান ভরাটিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে দুটি তক্ষক ও নগদ ২১ হাজার টাকাসহ পাচারকারী মতিউর রহমানকে আটক করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে তক্ষক সংগ্রহ করে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে। রাঙ্গামাটি থেকে প্রতিটি তক্ষক ২০ হাজার টাকায় কিনে পাঁচ লাখ টাকা করে বিক্রি করে। এর অংশ হিসেবেই সে দুটি তক্ষক ৪০ হাজার টাকায় কিনেছিল।
Leave a Reply