রংপুর প্রতিনিধি :
রংপুরে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে মাইশা আক্তার নামে সাড়ে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরের ১৪ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সরকারপাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাইশা ওই এলাকার গ্রিল মিস্ত্রি মনোয়ার হোসেনের মেয়ে।
নিহত মাইশার চাচা আনোয়ার হোসেন জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে নিখোঁজ মাইশা।
সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় রাতে মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে প্রতিবেশী মতিনের বাড়ি সংলগ্ন ডোবার কিনারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাইশার গলা ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার বাংলানিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply