কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের হোসেনপুর এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের রজতজয়ন্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জেলা সদরের উবা্ পার্কে এ রজত জয়ন্তি উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হোসেন এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের মাধ্যে এক মিলন মেলায় পরিনত হয়।
দেশের বিভিন্ন জেলায় কর্মরত বন্ধুরা প্রাণের টানে তার একত্রিত হয়েছে। অনুষ্ঠানের প্রথমে কেক কেট তারা এক অন্যজসনর মুখে তুলে দেয়।
২৫ বছর পর তার একত্রি হওয়াতে তারা সবা্ আনন্দে আত্নহারা। এ সময় তাদের মাঝে ক্রেস্ট বিতরণ ও জমজমাট সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করে।
Leave a Reply