জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৫ ঘণ্টা পর দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের রান্নাঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু রাইসা (২) ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে।
হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত রাজু খানের পরিবারের সঙ্গে তার প্রতিবেশীর বিরোধ চলছিল। সোমবার বিকেল ৫টা থেকে রাইসাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার।
অনেক খোঁজাখুঁজির পর তাদের এক প্রতিবেশীর রান্নাঘরের মাচার ওপর বস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি সাইদুল হক ভূইয়া জানান, চেয়ারম্যানের কাছে আমরা খবর পায় একটি শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে রান্নাঘরের লাকড়ির মাচার ওপর বস্তায় মোড়ানো শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির লাশ মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তেই বোঝা যাবে শিশুটিকে কীভাবে হত্যা করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Leave a Reply