সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটিতে অভিযানের প্রস্তুতি নেয় র্যাব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় নব্য জেএমবির আমির মাহবুবসহ চার জনকে আটক করে র্যাব-৫। আটক আমিরের তথ্যের ভিত্তিতে উকিলপাড়ায় শুক্রবার ভোর থেকে চলছে অভিযান।
বিষয়টি জানিয়েছেন র্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
তিনি বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে আমরা ওই বাড়িটি ঘিরে রেখেছি।
হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র্যাবের আরও টিম আসছে।
Leave a Reply