স্পোর্টস ডেস্ক:
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম। করোনা টেস্টে তার রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি এখন কোয়ারেন্টিনে রয়েছেন।
এর আগে গত বুধবার করোনা টেস্টে পজেটিভ আসে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের। করোনা টেস্টে পজেটিভ আসার আগে দুই দিন ধরে জ্বরে ভুগছিলেন হাবিবুল। বুধবার করোনা টেস্টে তার ফলাফল পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসাতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।
হাবিবুল বাশার সুমনের আগে করোনা আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুমিনুলের সঙ্গে তার স্ত্রীও করোনায় আক্রান্ত।
করোনা আক্রান্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে যেতে পারেননি মাহমুদউল্লাহ।
কয়েক মাস আগে বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও করোনা আক্রান্ত হয়েছিলেন।
Leave a Reply