তোলপাড় ডেস্কঃ
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারে এই দুই আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে দুই আসনে।
আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গত ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য হয়।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে এই আসনে উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও ইভিএমের কারিগরি প্রস্তুতির মধ্যে এ নির্বাচনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সব নির্বাচনী কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছানো হয়েছে।
Leave a Reply