নিজস্ব প্রতিবেদক :
মেয়াদোত্তীর্ণ পৌরসভা নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। (২৭ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসির সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের প্রথমদিকে অনেক পৌরসভা মেয়াদোত্তীর্ণ হবে। এসব পৌরসভার নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পৌরসভা আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিধিবিধানও উল্লেখ করা হয়। এতে বলা হয়, পৌরসভার মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
করোনা মহামারির কারণে পৌরসভা সাধারণ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট আইন অনুযায়ী পৌরসভাগুলোর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
Leave a Reply