মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. বানিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সর্বশেষ
  15. সারাদেশ

সাইমন-মৌর প্রেমকাব্য

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২৪, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক ||
চলচ্চিত্র নির্মাতা রাজু চৌধুরী নির্মাণ করছেন ‘প্রেমকাব্য’। এই সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও মৌ খান। এরই মধ্যে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়ে ফটোশুট করেছেন তারা। আগামী মাসের শুরুতে এর দৃশ্যধারণ শুরু হবে বলে তোলপাড়কে জানান মৌ খান।

ব্লু জিনজার মাল্টিমিডিয়ার প্রযোজনায় এই সিনেমার শুটিং বাংলাদেশের পাশাপাশি লন্ডনসহ ইউরোপের বিভিন্ন লোকেশনে করা হবে বলে জানান এর নির্মাতা।
নির্মাতা রাজু চৌধুরী বলেন, ‘ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নেত্রকোনায় এর তিনটি গান ও কিছু দৃশ্যের শুটিং করা হবে। এরপর লন্ডনসহ ইউরোপের চারটি দেশে এর দৃশ্যধারণ করা হবে।’

‘প্রেমকাব্য’ সিনেমায় মৌ খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সাইমন-মৌ খান ছাড়াও এতে সোনিয়াকে দেখা যাবে।

সম্প্রতি মৌ খান ‘বাহাদুরী’ সিনেমার শুটিং শেষ করেন। এতে তিনি জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন। এ ছাড়াও মৌ অভিনীত সাতটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে শিগগিরই আরো একটি বড় খবর জানাতে পারবেন বলে জানান তিনি।

সর্বশেষ - Uncategorized