নিজস্ব প্রতিবেদক #
রাজধানীর বনানীর বাসা থেকে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে তার দল। বৃহস্পতিবার বিকালে ডিএমপির একটি সূত্র তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন গণমাধ্যমকে বলেন, রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে ৫টা ১৫ মিনিটে ডিবি পরিচয়ে গ্রেফতার করা হয়েছে। যেহেতু উনাকে ডিবি গ্রেফতার করেছে, তাই ডিবি কার্যালয়ে থাকার কথা।