বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

নেটজুড়ে বন্যার্ত স্বজনের খোঁজ পেতে আর্তনাদ

প্রতিবেদক
tulpar
আগস্ট ২২, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ

তোলপাড় ডেস্ক #
চলমান বন্যায় এ পর্যন্ত দেশের ৮ জেলার ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরকারি ঘোষণা অনুযায়ী ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানিয়েছেন।
ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্যা কবলিত হয়েছে। এসব জেলায় মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়েছে। এসব অঞ্চল থেকে দূরে যারা অবস্থান করছেন; তারা চিন্তিত হয়ে পড়েছেন স্বজনদের নিয়ে। বন্যায় সব ধরনের যোগাযোগ বন্ধ হওয়ায় খোঁজ নিতে পারছেন না। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হচ্ছেন তারা। তাদের পোস্টে উঠে এসেছে হতাশা ও আর্তনাদ। মাহতাব হোসেন লিখেছেন, ‘গতকাল থেকে আমার বোনের পরিবারের খোঁজ পাচ্ছি না। পরশুরাম, ফেনী। কেউ কি আছেন- সেখানে বসবাস করেন, কোনো তথ্য দিতে পারেন?
একরাম হোসাইন লিখেছেন, ‘পরশুরাম এখন দুুনিয়া থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ! তেমন কোনো উদ্ধার কার্যক্রম নেই। কী হচ্ছে, মানুষগুলো কেমন আছেন কেউ বলতে পারছেন না। স্পিড বোট বা নৌকার চেয়েও হেলিকপ্টার রেসকিউ প্রয়োজন।
ইকবাল বাহার জাহিদ লিখেছেন, ‘গতকাল রাত থেকে ফুলগাজী ও পরশুরামের সাথে সব যোগাযোগ বন্ধ। কাউকে পাচ্ছি না। মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, ইলেক্ট্রিসিটি নাই। স্পিড বোট ছাড়া ফেনী থেকে ফুলগাজী ও পরশুরাম যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। হাজার হাজার বাড়িতে লাখো মানুষ পানিবন্দি। গতকাল পর্যন্ত সবার কান্নার শব্দ শুনেছি, আজ আর কিছুই জানতে পারছি না। তিনি উল্লেখ করেন, ‘আমাদের টিম চেষ্টা করছে তাদের উদ্ধার ও কিছু খাবার পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু কাছাকাছি গিয়ে সবাই অসহায়। সংবাদকর্মীদেরও প্রত্যন্ত গ্রামে যাওয়া সম্ভব না। ব্যাপক পানির স্রোত এবং পর্যাপ্ত স্পিড বোট নেই। যারা উদ্ধার করতে যাবেন, তারাও যেতে পারছেন না। তাদের উদ্ধার কাজের জন্য দরকার অনেক বেশি কোস্ট গার্ড, নৌবাহিনী ও সেনাবাহিনী। দরকার হেলিকপ্টার ও শত শত স্পিড বোট। আল্লাহ আমাদের সবাইকে এই মহাবিপদ থেকে রক্ষা করুন।
এম ওমর ফয়সাল লিখেছেন, ‘হে আল্লাহ ফেনী জেলার ওপর রহম করুন। আমাদের ফটিকছড়ি উপজেলায় নাজিরহাট পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়ন ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
স্রোতস্বিনী শ্রেয়সী উল্লেখ করেছেন, ‘ভাই, হেলিকপ্টার দিয়ে হলেও আমার স্ত্রীকে উদ্ধার করুন। যত টাকা লাগে আমি দেবো! প্রবাসী ভাইয়ের আর্তনাদ!
আবদুর রহিম লিখেছেন, টাকা, ভাড়া, সকল খরচ আমরা দেবো। আমাদের ফেনীকে নৌকা, স্পিড বোট ব্যবস্থা করে দিন।
জাকিয়া শিশির লিখেছেন, ‘ফেনীতে কোনো উদ্ধারকারী থাকলে সাড়া দিন। দুইটি ছোট বাচ্চা নিয়ে বিপদে আছে। পুরো ঘর ডুবে গেছে।’

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে যাচাই বাছাইয়ে ৩টি আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ২ জনের স্থগিত

৫ দিনের সফরে রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জে আসচ্ছেন

কিশোরগঞ্জবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, পদ ১৩০

কিশোরগঞ্জে সংবাদ সম্মেলনে মেয়ে হত্যার বিচার দাবি

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও আসবাবপত্র ভাংচুর

গুলশানের নিজ বাসভবনে খালেদা জিয়া

তাড়াইলে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর করলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু

কিশোরগঞ্জ জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ’র বিশেষ সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: উদ্বোধন হচ্ছে ৩০ প্রকল্পের

তাড়াইলে মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যা