কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের নিকলীতে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়। এসময় আলোচনা সভা দোয়া ও খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিগত ফেসিবাদ সরকারকে আমরা দেশ থেকে তাড়িয়েছি এবং বর্তমান সরকার ৩০ শে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ এবং তফসিল ঘোষণা না করলে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং একজন আদর্শবান রাষ্ট্রনায়ক তার নির্দেশিত পথে দেশকে গিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাবো। বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মজীবন নিয়ে আলোচনা করেন, পরিশেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়।