কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জ-৫ আসন (নিকলী-বাজিতপুর) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাজিতপুর উপজেলা ডাকবাংলো মাঠে এ শান্তি সমাবেশ হয়। সমাবেশে কিশোরগঞ্জ-৫ আসনের বর্তমান সাংসদ ছাড়া অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা একত্র হয়ে এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের জন্য একাত্বতা প্রকাশ করেন। এ ছাড়াও বক্তারা সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তোলে ধরেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রহমান বোরহান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাবু অজয় কর খোকন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নূরুন্নবী বাদল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কমিটির সদস্য মো. রফিকুন্নবী সাথী সহ অনেকেই। এ ছাড়াও এ সময় আওয়ামী লীগের ভিবিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান। আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরেন নেতাকর্মীরা। তবে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বর্তমান এমপি আফজল হোসেনকে বাদ দিয়ে যে কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান।