স্টাফ রিপোর্টার.
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরতলী বড়পুল মোড়ে আনুষ্ঠানিকভাবে এ স্মৃতিসৌধ উদ্বোধন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, কিশোরগঞ্জ সদরের ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইসচেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইসচেয়ারম্যান মাছুমা আক্তার প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক জানান, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় এক কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে।