অনলাইন ডেস্ক.
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতা চলছেই। গত ২৪ ঘণ্টায় ওই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ৪৮১ জন নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলায় ৪৭০ জনের বেশি নিহত হয়েছিল।
ইসরায়েলের বোমায় গত ৭ অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় সাত হাজার ২৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা