রাসেল আহম্মেদ জুয়েল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলায় অলি মিয়া (১৭) নামে এক কিশোরের ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সকালে ৮টার দিকে সদর উপজেলার মহিনন্দন উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। অলি মিয়া ওই গ্রামের কাশেম মিয়ার ছেলে।
মৃত অলির বাবা কাশেম মিয়া জানায়, অলি রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো বাড়ির একটি আলাদা ঘরে ঘুমাতে যায়। সকালে অলিকে ঘুম থেকে উঠতে না দেখে তার ঘরে গিয়ে অলিকে পায়নি। পরে অনেক খোঁজাখোঁজি এক পর্যায়ে বাড়ির পিছনে একটি কাঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ তার লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবু বাক্কার সিদ্দিক লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply