কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুখলেছ উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক, একেএম এহসানুল হক, সাঈদা রুবায়াৎ, শহিদুল ইসলাম ভূঞা, মোঃ জহিরুল ইসলাম, আবুল বাশার মৃধা।
এতে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
Leave a Reply