মোস্তফা শাওন, বিশেষ প্রতিনিধি.
কিশোরগঞ্জ সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন মো.আব্দুস সাত্তার।
২৪ মার্চ রবিবার সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়।
১১০টি কেন্দ্রে ৭৮৫টি ভোতে ২৯৪৯৯০ ভোটারের মধ্যে সর্বমোট প্রাপ্ত ভোট – ৮২৭২৬ বাতিল-৩৭৫৫।
মামুন আল মাসুদ খান কাপ – পিরিচ প্রতীকে ৪০৮৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সাকাউদ্দিন আহমেদ রাজন নৌকা প্রতীকে২৩৯৯৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুন নাহার লুনা দোয়াত কলম প্রতীকে ১৬২০০ ভোট, সালাহ্ উদ্দীন আনারস প্রতীকে১২৫৫ এবং মোঃ সুমন মিয়া আম প্রতীকে ৪১৫ ভোট পেয়েছেন।
মো.আব্দুস সাত্তার তালা প্রতীকে ২৭৪২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাজাহান কবির টিউবওয়েল প্রতীকে ১৭৫৪১ ভোট পেয়েছেন, মাহবুবুর রশিদ মাইক ১৩৩৬৮, মোঃ আব্দুর রেজ্জাক চশমা ১৩১৬২, পল্লব কর টিয়া পাখি ৫১২৪, আব্দুল জলিল বৈদ্যুতিক বাল্ব ২৬৬১, সৈয়দ তৌহিদ উড়োজাহাজ ২৩৩৩ ভোট পেয়েছেন।
ডা: মাছুমা আক্তার হাঁস প্রতীকে ৩৯৪৬০ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহমিনা আক্তার নাজমা কলস ১৯৮৫২, তাসলিমা সুইটি ফুটবল ১৮৬৮৫ ভোট পেয়েছেন।
Leave a Reply