কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম কারি আব্দুস সালাম গোলাপের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বাদ জোহর শোলাকিয়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুস সালাম। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় তিনি স্ট্রোক করলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন কারি আব্দুস সালাম।


















