নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি বাজারে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বাশঁহাটি গ্রামের মৃত নাজিম উদ্দিন মাস্টারের দুইপুত্র মোঃ মোখলেছুর রহমান ও নূরে আলমের মালিকানাধীন আধাপাকা দোকান ঘরে প্রতিপক্ষ মহিলা সহ হামলা চালিয়ে দোকান ঘরের পাকা দেওয়াল ভাংচুর সহ দোকানে হামলা চালিয়ে ২ লাখ টাকার মালামালের ক্ষতি সহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। হামলার খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। দোকান মালিক মোখলেছুর রহমান ও নূরে আলম জানান, স্থানীয় আওয়ামীলীগের ২জন প্রভাবশালী নেতার ইন্ধনে প্রতিপক্ষ তাড়াইল উপজেলার পুরুড়া গ্রামের বজলুর রহমান ভূইঁয়ার পুত্র চঞ্চল মিয়া, নান্দাইল উপজেলার চারাআনিপাড়া গ্রামের আবদুর রহিমের পুত্র শফিকুর রহমান জীবনের প্রকাশ্যে নেতৃত্বে অজ্ঞাত ১০/১২জন মহিলা সহ প্রকাশ্যে দিবালোকে দোকানে হামলা চালায়। তারা শাবল দিয়ে দোকানের দেওয়াল ভেঙ্গে ফেলে। এসময় প্রতিপক্ষরা দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করেছে। পরে ২ পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পুলিশের উপস্থিতি দেখে হামলাকারীরা পালিয়ে যায়। দোকান মালিক মোখলেছুর রহমান ও নূরে আলম জানান, প্রতিপক্ষের সাথে জায়গা জমি নিয়ে পূর্বেও তারা দোকানে হামলা করেছিল। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, দোকান পাটে হামলার সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় দোকান পাটে হামলার ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে
8:48 PM

 
                    







 
                                     
                                     
                                    








