বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জ জেলা বিএনপির থেকে পদত্যাগ করলেন ভিপি সোহেল

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি ★
কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ।
লিখিত বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতা-কর্মীরা দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। মামলা, হামলা ও কারাবরণ সত্ত্বেও দৃঢ়ভাবে অবস্থান করছেন। দলের এই ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা রক্ষার স্বার্থে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, নির্বাচিত হলে সাংগঠনিকভাবে জেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে নিয়মিত কাউন্সিল অধিবেশন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। পাশাপাশি ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের অগ্রাধিকার দিয়ে নতুন নেতৃত্ব তৈরিরও উদ্যোগ নেবেন।
জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবে।
তিনি আরও বলেন, আমি চাই কিশোরগঞ্জ জেলা বিএনপিকে একটি মডেল জেলা কমিটিতে রূপান্তরিত করতে। এজন্য সবার সহযোগিতা চাই।
উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই কাউন্সিলে ফুটবল প্রতীকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন খালেদ সাইফুল্লাহ সোহেল। দলের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে ‘এক নেতা, এক পদ’ নীতির ভিত্তিতেই তিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।

সর্বশেষ - সর্বশেষ