স্টাফ রিপোর্টার #
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আল আমিব কবির ও গুনধর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়েম রাসেল এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রিয়ব্রত দেবনাথ। এছাড়াও গুনধর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই ভবনের নির্মাণ কাজ করা হবে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, ঠিকাদার ও কর্মচারী ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন ।

 
                    







 
                                     
                                     
                                    








