শনিবার , ২৩ জুলাই ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

৩ রানে উইন্ডিজকে হারাল ভারত

প্রতিবেদক

জুলাই ২৩, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩ রাতে জয় পেয়েছে ভারত। শুক্রবার পোর্ট অব স্পেনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছে সফরকারীরা।

আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রানের সংগ্রহ করে ভারত। তিন রানের জন্য সেঞ্চুরির দেখা পেলো না উদ্বোধনী ব্যাটার শিখর ধাওয়ান। ৯৯ বল খেলে ৯৭ রান করে আউট হন গুদাকেশ মোতির বলে। এছাড়া ৫৩ বলে ৬৪ রান করেন আরেক ওপেনার শুভমন গিল, তিনি হন রান আউট।

হাফ সেঞ্চুরি করেন তিন নম্বরে খেলতে নামা ব্যাটার গুদাকেশও। ৫৭ বলে ৫৪ রান করে তিনি আউট হয়েছেন গুদাকেশের বলে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুই উইকেট করে নিয়েছেন গুদাকেশ মোতি ও আলজেরি জোসেফ।

৩০৮ রানের জবাবে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৭ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার শাই হোপ। তবে আরেক ওপেনার কাইল মেয়ার্স হাফ সেঞ্চুরি তুলে নেন। ৬৮ বলে ৭৫ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হন তিনি।

হাফ সেঞ্চুরি পান ব্রেন্ডন কিংও। ৬৬ বলে ৫৪ রান করে তিনি আউট হয়েছেন চাহালের বলে। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেট হাতে থাকলেও তিন রানের জন্য ভারতকে পরাজিত করা হলো না ওয়েস্ট ইন্ডিজের।

সর্বশেষ - Uncategorized