কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার প্রবীণ বিশিষ্ট্য রাজনীতিবিদ নুরুল আমিন বকুল আর নেই। তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে ২১-এপ্রিল সন্ধ্যায় ৬.৩০ মিনিটে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি…. ওয়া ইন্নাইলাইহী রাজীউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি চার কন্যা ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি ১৯৭৩ ও ১৯৭৭ সনে কিশোরগঞ্জ -১ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসন থেকে দুই-দুইবার জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ন্যাপ( মুজাফফর) থেকে অংশগ্রহণ করে ছিলেন। তার মৃত্যুতে এলাকার সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ২২-এপ্রিল বাদ জোহর পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।