FaceBook twitter Google plus utube RSS Feed
  

২০ জুলাই, ২০১৭ - ১০:২৯ পূর্বাহ্ণ

হুমায়ূন আহমেদকে নিয়ে বলবেন আসাদুজ্জামান নূর

mad-home

x

বিনোদন প্রতিবেদক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ করে ‘ম্যাড থেটার’ মঞ্চস্থ করবে এই লেখকের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটক ‘নদ্দিউ নতিম’।

আগামি ২১ জুলাই(শুক্রবার) সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।

‘ম্যাড থেটার’ সূত্রে জানা গেছে, হুমায়ূন আহমেদকে নিবেদিত এই বিশেষ প্রদর্শনী শুরুর প্রাক্কালে হুমায়ূন আহমেদের বন্ধু হিসাবে হুমায়ূন স্মৃতি তর্পণ করবেন বিশিষ্ট নাট্যজন ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে ‘নদ্দিউ নতিম’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন ফারজানা ইয়াসমিন ও সোহেল খান।

নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান। কিন্তু তার সৃষ্টিকর্ম মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়ে।

print