কিশোরগঞ্জ প্রতিনিধি★
কিশোরগঞ্জ শিল্পী সমাজের আন্দোলনের মুখে কিশোরগঞ্জ জেলা কালচারাল অফিসার তানিয়া আক্তার ঝুমুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ আন্দোলনমুখী শিল্পীদের মাঝে এসে তিনি তাকে বরখাস্ত করার ঘোষণা দেন। তার স্থলে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেলকে এ দ্বায়ীত্ব বুঝিয়ে দেন। তানিয়া আক্তার ঝুমুরকে অপসরণ করার জন্য প্রক্রিয়া শুরু করবেন বলে জানান জেলা প্রশাসক।
উল্লেখ্য যে, গত দুইদিন (রবিবার ও সোমবার) ধরে জেলা কালচারাল অফিসার এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দূর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে কিশোরগঞ্জ জেলার শিল্পী সমাজের শিল্পীবৃন্দ জেলা শিল্পকলায় আন্দোলন শুরু করেন। প্রথম দিন আন্দোলনের আভাস পেয়েই অফিস থেকে শিল্পকলা ছেড়ে পালিয়ে যান ঝুমুর। তার পর থেকে শিল্পীদের আন্দোলনের মুখে তিনি আর অফিসে আসতে পারেননি। পরে আজ সন্ধ্যায় জেলা প্রসাশক নিজে এসে তাকে বরখাস্তের ঘোষণা দেন।
এদিকে শিল্পী সমাজের পক্ষ থেকে ইফতেকার হোসেন সাকিব কে এ আন্দোলনের প্রতিনিধিত্বের দ্বায়ীত্ব দেয়া হয়।