FaceBook twitter Google plus utube RSS Feed
  

২৭ এপ্রিল, ২০১৫ - ৮:৩৬ অপরাহ্ণ

আবারো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

index

x

তোলপাড় প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আবারো ভূমিকম্প হয়েছে। তোলপাড় ২৪ ডটকমের  রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও ও গাজীপুর প্রতিনিধি জানান, ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়।

আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ থেকে ৪১৩ কিলোমিটার উত্তরে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে শিলিগুড়ি এলাকায় ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল।

এদিকে ভারতের পাটনা, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার দুপুরে সারাদেশে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী ওই ভূমিকম্পের সময় আতঙ্কে মানুষ বাড়িঘর, অফিস-আদালত, স্কুল-কলেজ ছেড়ে রাস্তায় নেমে আসেন। রিখটার স্কেলে ৭.৯ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের বারপাক অঞ্চলে। ওই ভূমিকম্পের ফলে নেপালে এ পর্যন্ত ৩৭০০ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

রবিবার দুপুর ১টা ১১ মিনিটে ফের ভূকম্পন অনুভূত হয়।

দুদিনের ভূমিকম্পে বাংলাদেশে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হন কয়েক শ’। ঢাকাসহ অন্যান্য জেলােগুলোতে বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয়, হেলে পড়ে কয়েকটি ভবন।

print