কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জ সদরে ১ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অপরাধে দায়েরকৃত মামলা তুলে নিতে বাদীকে হুমকির প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি ও যুব সমাজ। বুধবার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মধ্যপাটধা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এ সময় বিদ্যালয়ের সহপাঠি ছাত্র-ছাত্রীরাও মানব বন্ধনে অংশগ্রহন করে। মেয়েটি মধ্যপাটধা প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।
মামলা ও এলাকাবাসির সূত্রে জানা যায়, গত বুধবার (২০ নভেম্বর) দুপুরে মইষ্যাখালী বরসাধনপাড়া গ্রামে একটি ঘরে ছাত্রীকে একই এলাকার ধনু ব্যাপারীর ছেলে আকিব মিয়া (১৯) ধর্ষণ করে। এলাকায় কোন প্রতিকার না পেয়ে পর দিন ২১ (নভেম্বর) মেয়েটির বাবা রুবেল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-২৩) দায়ের করেন। ওই দিন থেকে আসামী আকিব মিয়া পলাতক রয়েছে। মামলা দায়ের পর থেকে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে এলাকার যুব সমাজ ও এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করে।
মামলার বাদী ধষিতার বাবা জানান, বিবাদীরা এলাকায় প্রভাশালী। মামলা করার পর থেকে আসামী ও তার আতœীয় স্বজনেরা মামলা তুলে নিতে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এখন জীবন নিয়ে নিরাপত্তাহীতায় ভুগছি।