বিনোদন প্রতিবেদক.
এ সময়ের তুমুল জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহ্জাবীন চৌধুরী সারাবছরই বেশ ব্যস্ত সময় পার করেন। দেশজুড়ে রয়েছে তাদের অসংখ্য ভক্ত অনুরাগী। কাজের ব্যস্ততায় অনেকসময় ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগ হয়ে ওঠে না তাদের।
তবে এবার ভক্তদের সঙ্গে আড্ডা দিতে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিরপুরে আসছেন এ তারকা জুটি।
জানা গেছে, মিরপুর ১২ এর রমজান নেসা সুপার মার্কেটে অবস্থিত ‘টুয়েলভ ক্লথিং’ এর শো-রুম উদ্বোধন করতে আসছেন নিশো-মেহ্জাবীন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন এবং সময় কাটাবেন তারা।
এ উপলক্ষে ‘টুয়েলভ ক্লথিং’ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আপনাদের প্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহ্জাবীন চৌধুরীর সঙ্গে দেখা করতে চাইলে আজই আপনারা চলে আসুন আমাদের শো-রুমে, সেইসাথে কেনাকাটায় উপভোগ করুন ২০% ছাড়।
নিশো ও মেহ্জাবীন এক ভিডিও বার্তায় জানান, আমরা আসছি মিরপুরে ‘টুয়েলভ ক্লথিং’ এর উদ্বোধনী অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আড্ডা দিতে চাইলে চলে আসুন শো-রুমে।