FaceBook twitter Google plus utube RSS Feed
  

১০ জানুয়ারি, ২০১৭ - ৬:৪৪ অপরাহ্ণ

মামাত বোনকে বিয়ে করায়, খালাতো বোনের অনশন!

%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8

x

মামাত বোনকে বিয়ে করায়, খালাতো বোনের অনশন!

 

তোলপাড় ডেস্ক: এক প্রেমিকার সঙ্গে প্রেমিকের বিয়ে হওয়ায় অপর প্রেমিকা বিয়ের দাবিতে গত ৪ দিন ধরে অনশনে রয়েছে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। এই নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাটপাড়া গ্রামের প্রেমিক আবদুল মোতালেবের সঙ্গে বনপাড়া গ্রামের নবী হোসেনের মেয়ে খালাত বোন আছমা খাতুন এবং পুটিয়া গ্রামের ফজল হকের মেয়ে মামাত বোন রাবিয়া খাতুনের প্রেম চলছিল।

৪ দিন আগে প্রেমিকা আছমা খাতুন বিয়ের দাবিতে প্রেমিক আবদুল মোতালেবের বাড়িতে অনশন শুরু করে। পরে বিয়ের আশ্বাস দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রেমিকা আছমাকে সরিয়ে দেয়।

এ সুযোগে প্রেমিক আবদুল মোতালেবের সঙ্গে প্রেমিকা রাবিয়া খাতুনের বিয়ে হয়ে যায়। বিষয়টি জানার পর প্রেমিকা আছমা খাতুনের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন অব্যাহত রাখে।

এলাকাবাসী চেষ্টা করেও বিষয়টির সুরাহা করতে পারেননি। প্রেমিক আবদুল মোতালেব আছমার সঙ্গে প্রেমের বিষয় অস্বীকার করলেও প্রেমিকা আছমা খাতুন প্রেম থাকার বিষয়ে প্রমাণ রয়েছে বলে দাবি করছে।

print