FaceBook twitter Google plus utube RSS Feed
  

২৩ জুলাই, ২০১৭ - ৪:২৩ অপরাহ্ণ

বান্দরবানে পাহাড় ধস: নিহত ১, নিখোঁজ ৪

abd44227f6fcdbb4a5dc0cea3eb95b2c-597468cf96f4a

x

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে পাহাড় ধসবান্দরবান রুমা সড়কে পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন চারজন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।রবিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে ওয়াই জংশন এলাকার দনিয়াল পাড়ার কাছে এ ঘটনা ঘটে।

নিহতের নাম চিং মেনু মারমা।

বান্দরবানে পাহাড় ধসস্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে পূবালী সার্ভিসের একটি বাস বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে দনিয়াল পাড়ার কাছে এসে পৌঁছালে সড়ক ধসে যাওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে যাত্রীরা গাড়ি থেকে নেমে ভাঙা সড়কটি হেঁটে পার হতে গেলে পাহাড় ধসে যাত্রীদের ওপর পড়ে। এতে ৮ যাত্রী মাটি চাপা পড়েন। এ সময় স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে সেনাবাহিনী, দমকল বাহিনী, পুলিশ প্রশাসন ও রেডক্রিসেন্টের উদ্ধারকারীরা সড়কের এক কিলোমিটার নিচ থেকে চিং মেনু মারমা নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করে। তবে এখনও চারজন নিখোঁজ রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

print