FaceBook twitter Google plus utube RSS Feed
  

২৪ ডিসেম্বর, ২০১৫ - ১১:০০ পূর্বাহ্ণ

‘বন্দুকযুদ্ধে’ ৩ চরমপন্থী নেতা নিহত

বন্ধুক যুদ্ধ

x

বন্ধুক যুদ্ধনিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার অমরপুর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন চরমপন্থী নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওমর বাহিনীর প্রধান ওমর, সাদ্দাম ও কাশেম।

র‌্যার ১২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, সদর উপজেলার অমরপুর এলাকায় একটি ব্রিজের কাছে ওমর বাহিনীর প্রধান ওমরসহ অন্য সদস্যরা একত্রিত হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে পৌঁছালে চরমপন্থীরা র‌্যাবের ওপর গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ওই তিন চরমপন্থী নেতা আহত হন। পরে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সবাইকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্যও আহত হন।

print