FaceBook twitter Google plus utube RSS Feed
  

৪ জানুয়ারি, ২০১৬ - ৬:০৩ পূর্বাহ্ণ

প্রবল ভূ-কম্পনে কেঁপে উঠলো সারাদেশ

images

x

imagesতোলপাড় প্রতিবেদক : শেষ রাতে প্রবল ভূ-কম্পনে কেঁপে উঠলো সারাদেশ। রবিবার দিবাগত রাত ৫টা ৭ মিনিটে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবল ভূ-কম্পন অনুভূত হয়। ভূতাত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।
রাতের শেষ ভাগে সবাই যখন ঘুমে অচেতন তখনই হঠাৎ করে কাঁপতে থাকে ঘরের আসবাবপত্র। ঘরের দেয়ালও যেন শব্দ করে উঠে, অনেকেরই ঘুম ভেঙে যায় সেই শব্দে। ততোক্ষণে প্রায় সবাই বুঝে গেছেন ভূমিকম্প হচ্ছে। কেউ কেউ বাসা ছেড়ে রাস্তা এবং খোলা জায়গায় বেরিয়ে আসেন। এরই মধ্যে কেউ কেউ ফোন করে খোঁজ নেন প্রিয়জনের।
তোলপাড় টুয়েন্টিফোর ডটকমের নিউজরুমেও বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা খবর পাঠাতে থাকেন। এখন পযর্ন্ত অন্তত ১০টি জেলায় ভূমিকম্প হয়েছে বলে খবর পাওয়া গেছে।

print